বিডা চেয়ারম্যান (পিকচারটি সংগৃহীত)
চট্টগ্রাম, ১০ আগস্ট — দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কার্যক্ষমতা ২০৩০ সালের মধ্যে কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের বড় বন্দরগুলোতে আন্তর্জাতিক মানের বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বন্দরের চলমান অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তি আধুনিকায়ন শেষ হলে দুর্নীতি ও হয়রানির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
তিনি আরও জানান, নিউ মুরিং কনটেইনার টার্মিনাল নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেডের হাতে আসার পর কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, জাহাজের অপেক্ষার সময়ও গড়ে ১৩ ঘণ্টা কমেছে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আশাবাদ ব্যক্ত করে বলেন, "বর্তমান প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন হলে আগামী পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর কেবল জাতীয় অর্থনীতির জন্য নয়, আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায়ও নতুন উচ্চতায় পৌঁছাবে।" agn/এটি গ্লো নি