দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় শিরোপা জয় করলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল (পিকচারটি সংগৃহীত)
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল আবারও প্রমাণ করলো তাদের ধারাবাহিকতা। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রোটিয়া যুবাদের ৩৩ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন রিজান হোসেন, অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। কালাম সিদ্দিকির ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬৫ রান।
ব্যাট হাতে জবাবে ভালোভাবে শুরু করলেও ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দল। ওপেনিং জুটিতে ৫৯ রান তোলার পর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। বুলবুলিয়া (৩১) ও জেসন রোয়েলস (৩৫) কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের শৃঙ্খলিত বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত হার মানে প্রোটিয়ারা।
বাংলাদেশ ইনিংসের জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৪১ রানের বাড়ি জুটি গড়ে দেন। তবে উভয় ওপেনার বিদায়ের পর খুব দ্রুতই আউট হন অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৭)। সেখান থেকে রিজান ও কালামের ১১৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
দক্ষিণ আফ্রিকার ময়লাতে এক মাস আগে সিরিজ জেতা বাংলাদেশ যুবাদের জন্য এই জয় আত্মবিশ্বাস বড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা৷ ধারাবাহিক পারফরম্যান্সে এই দল ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনা তৈরি করছে৷ agn/এটি গ্লো নি