পাকিস্তানের ওয়াসিম আকরামকে সুইং ও নিখুঁত বোলিং অ্যাকশনের জন্য অনন্য হিসেবে ক্রিকেট ইতিহাস বিবেচনা করে থাকে। কিন্তু প্রাক্তন পেসার ও কোচ ওয়াকার ইউনিস বলেন, ভারতের জাসপ্রিত বুমরাহ দক্ষতা ও কৌশলে ওয়াসিমের চেয়েও এগিয়ে।
আকাশ চোপড়ার এক সাক্ষাৎকারিকে জানানো হয়, গাড়ি চলাচলের সময় বুমরাহ বিষয়ে ওর ও ওয়াকারের মধ্যে কথা হয়ে যায়। চোপড়ার দৃষ্টিতে, "আমি ওয়াকার ভাইকে বলেছিলাম— পুরো ক্রিকেট বিশ্ব ওয়াসিম আকরামের বৈচিত্র্যময় বলিং ও নিয়ন্ত্রণের জন্য তাকে শ্রদ্ধা করে। বুমরাহও যেন ডানহাতি ওয়াসিম আকরাম।"এ অবস্থায় ওয়াকার ইউনিসের বিষয়ে বিচার ছিল ইতক্ষণ— "না, সে আমাদের সবার চেয়ে ভালো। আমরা তার বয়সে এতটা পরিণত ক্রিকেটীয় চিন্তাধারা পাইনি। বুমরাহর দক্ষতা ও কৌশল উভয়ই অসাধারণ, সে নিঃসন্দেহে সেরাদের সেরা।"বর্তমানে ভারতের টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমান গিল, তবে আলোচনায় ছিলেন বুমরাহও। আকাশ চোপড়ার মতে, "অনেকে বলছিলেন, ভারতের জন্য বুমরাহর চেয়ে ভালো অধিনায়ক হতে পারে না। তিনি রোহিত শর্মার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পার্থে অধিনায়ক হয়ে দলকে জিতিয়েছেন। তাই তার নেতৃত্বের যোগ্যতা প্রশ্নাতীত।"ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই মন্তব্য নতুন করে বিতর্ক ছড়ালেও বুমরাহর ধারাবাহিক পারফরম্যান্সই তাকে ক্রিকেট ইতিহাসের সেরাদের কাতারে দাঁড়